লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু!

13

॥ লংগদু সংবাদদাতা ॥

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে বিদ্যুতায়িত হয়ে সোনালী তালুকদার (৫৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বামে আটারকছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। তিনি বলেন, ‘নিজ ঘরেই বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

স্থানীয়রা জানান, সোনালী তালুকদার বামে আটারকছড়া গ্রামের যুবেদ কান্তি চাকমার স্ত্রী। তিনি সকালে নিজ বাড়িতে ফ্রিজের তারে অসাবধানতাবশত স্পৃষ্টে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। ওই বৃদ্ধাকে উপজেলার ইবনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অজয় চাকমা মিত্র বলেন, ফ্রিজে দীর্ঘদিন পানি জমে থাকায় অকেজু হয়ে পড়েছে বলে তিনি পানি পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে এলাকার মানুষ ও আত্মীয়রা হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুবরণ করেন। তবে এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।