লংগদুতে মুক্তিযোদ্ধা লীগের সম্মেলন অনুষ্ঠিত

499

p..2-1

লংগদু প্রতিনিধি, ২৪ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের লংগদু উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. তৈয়ব আলী এতে সভাপতিত্ব করেন। মুক্তিযোদ্ধা সন্তান মো. এরশাদ আলী মাস্টারের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু। বিশেষে অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের আহবায়ক, মো. আ. শুক্কুর তালুকদার ও সদস্য সচীব মো. মোমিনুল ইসলাম।

সম্মেলনশেষে অতিথিগণ ৭১ সদস্য বিশিষ্ট লংগদু উপজেলা মুক্তিযোদ্ধা লীগের কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি পদে মো. তৈয়ব আলী, সহ সভাপতি পদে মো. সুজাউল হক ভূইয়া, সাধারণ সম্পাদক পদে হাজী ফুল মিয়া সরকার, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া নির্বাচিত হয়। সম্মেলন আয়োজন করে, বীর মোক্তিযোদ্ধা, সহ-মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের-সন্তান ও আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান