লংগদুতে লিগ্যাল এইডের আইন সহায়তা ওরিয়েন্টেশন

251

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পার্বত্য জেলা লিগ্যাল এইড কার্যালয়ের উদ্যোগে লংগদু উপজেলার ইউনিয়ন পর্যায়ে আইন সহায়তা কমিটি সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাঙামাটি পার্বত্য জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,গাথাছড়া মৌজার হ্যাডম্যান ও লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো,এখলাস মিঞা খান,গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ।
এছাড়াও বিভিন্ন ইউপি সদস্য,গণ্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে জায়গা সংক্রান্ত মামলাগুলোর জটিলতা নিরসনে সদস্যদের নিয়ে সরাসরি মতবিনিময় করেন। এছাড়াও তিনি উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন,গাথাছড়া ও বৈরাগী বাজার এলাকায় বিরোধপূর্ণ জায়গা পরিদর্শন ও উভয় পক্ষের সাথে কথা বলেন।