॥ লংগদু প্রতিনিধি ॥
বিএনপি জামাত অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে, তারা নির্বাচনে না গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তাদের এই ধরনের নাশকতা এড়াতে সকলকে সচেতন থাকার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপকংর তালুকদার এমপি।
রোববার (১২ নভেম্বর), সকালে লংগদু উপজেলায় পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও এলজিইডি এর উন্নয়ন প্রকল্পের ৩৫ কোটি টাকার ২০ টি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি এ আহবান জানান।
দীপংকর তালুকদার বক্তব্যে আরো বলেন, ১৯৯৭ সালে বর্তমান সরকার শেখ হাসিনার হাত দরে যখন পাহাড়ে শান্তিচুক্তি হয়েছে। তখন একদল মৌলবাদীরা চুক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারা বলেছেন শান্তিচুক্তি হলে নাকি পাহাড়ে কেউ থাকতে পারবেনা সবাইকে চলে যেতে হবে। অথছ এখন বর্তমানে পাহাড়ে যে হারে উন্নয়ন হচ্ছে আর কোন সরকার এমন উন্নয়ন করতে পারেনি।
লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের প্রাঙ্গনে প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুশিত চাকমা, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য মুজিবুর রহমান, সদস্য ওয়াশিংটন চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, সদস্য আছমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকৌশলী শামসুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এরশাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
শেষে দীপংকর তালুকদার এমপি উপজেলার ২০ টি প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপূর্বে তিনি লংগদু উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও অডিটরিয়াম ভাবন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।