লংগদুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে নিকোলাস চাকমার আইনি নোটিশ

435


স্টাফ রিপোর্ট- ১১ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি:   রাঙামাটি জেলার লংগদুতে পাহাড়ি জনগোষ্ঠীর বসতবাড়িতে হামলা ও আগুন দেয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী নিকোলাস চাকমা রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।

স্বরাষ্ট্র সচিব, সমাজকল্যাণ সচিব, নারী ও শিশু কল্যাণ সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি, রাঙ্গামাটির জেলা প্রশাসক ও পুলিশ সুপার, লংদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশে বিবাদী করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিকোলাস চাকমা বলেন, পাহাড়িদের জানমাল রক্ষার ব্যর্থতায় প্রশাসন কেন দায়ী হবে না, তা ৭২ ঘণ্টার মধ্য জানাতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ২ জুন সকালে লংগদু উপজেলা সদরের ৪টি গ্রামে পাহাড়িদের দুই শতাধিক বাড়ি পুড়িয়ে দেয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বাত্যাপাড়া ও বড়াদম। ঘটনার সময় দুই শতাধিক পাহাড়ি পরিবার পালিয়ে যায়।

পাহাড়িদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে শনিবার একটি মামলা হয়েছে। মামলায় লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে একই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করে মামলা করে। পুলিশের করা মামলায় এ পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান । তথ্য সুত্র- অন্যমিডিয়া