লংগদু উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র আহ্বায়ক কমিটি অনুমোদন

484

॥ স্টাফ রিপোর্টার ॥
মো. জাহাঙ্গীর আলম আহ্বায়ক ও মো আলী আহাম্মদকে সদস্য সচিব করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট  আহ্বায়ক কমিটি  অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবু। রাঙামাটি জেলার আহ্বায়ক মো. রাসেল তালুকদারের সুপারিশ ক্রমে ২১ সদস্য বিশিষ্ট লংগদু উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

৩ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে রাঙামাটি জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নিকট  প্রেরণ করতে হবে। আর বাধ্যতামূলক সংগঠনের প্রতিটা সদস্যকে অবশ্যই ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সোলোয়মান মিয়া।

লংগদু উপজেলা কমিটিতে  দায়িত্ব পেয়েছেন যারা- আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. মাসুদ রানা, মো. গিয়াস উদ্দিন, মো. হামিদ। সদস্য সচিব মো. আলী আহাম্মদ।

সদস্য মো. সোহেল কবির, রাজু দে, মো. আলমগীর হোসেন, শিরিন আক্তার, স্মৃতি বিকাশ চাকমা, শাহনাজ পারভীন, মো. শাহজাহান, নির্মল জল দাশ, মো. ফারুক হোসেন, অজিত জল দাশ, মো. মোতালেব, শামীম হোসেন, মিজানুর রহমান, লোকমান হোসেন।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা কমান্ড কাউন্সিল’র আহ্বায়ক মো. রাসেল তালুকদার বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হলো একমাত্র সংগঠন যাদের মূল লক্ষ্য হচ্ছে মানবজাতির সেবা করা। তিনি আরো বলেন, যে  বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অধিকার আদায়ের জন্য রাজপথে  লড়াই করছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

আগামী  ২৩ ফেব্রুয়ারি ঢাকার শাহবাগ চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচিতে বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিতি প্রমাণ করে দিবে মুক্তিযোদ্ধার সন্তানেরা আন্দোলন করতে জানে ওদের রক্ত হলো প্রতিবাদী পিতার রক্ত  তাই  কর্মসূচি সফল ও সার্থক করতে সকল বীর সন্তানদের  আহ্বান জানাচ্ছি।