লংগদু থানার উদ্যোগে ৭ই মার্চ ঘিরে আনন্দ আয়োজন

433

॥ লংগদু প্রতিনিধি ॥
লংগদু পুলিশ প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে। রোববার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃূতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। আলোচনা সভা। বিকালে লংগদু থানা কম্পাউন্ডে আয়োজীত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ আরিফুল আমিন। প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি সার্কেলের সিঃ সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী।

সভায় বক্তারা বলেন, ৭ই মার্চ বাঙালি জাতির ঐতিহাসিক দলিল। এদিনের সেই সাহসী নেতৃত্বের কারনে বাংলাদেশ মহান মুক্তি সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে নতুন দেশ বাংলাদেশ। আজ স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের উত্তোরণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বক্তারা।

এসআই শাহাবুর আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী,আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ চৌধুরী, সাবেক মেম্বার সেলিম সরকার, ইউপি সদস্য ফারুক আহামেদ, সাংবাদিক আরমান খান, সমাজ সেবক রাকিব হাসান, আবু হানিফ প্রমূখ।