লালমনির হাট-২ আসনের টানা ৭ বারের সাবেক সাংসদ মজিবর রহমান আর নেই

466

unnamed

ঢাকা ব্যুরো অফিস, ৩০ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : প্রবীণ রাজনীতিবিদ লালমনিরহাট -২ আসনের সাবেক সাংসদ সদস্য মজিবর রহমান আজ শনিবার ভোর ৪টায় ঢাকার উত্তরায় নিজ বাস ভবনের ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। লালমনিরহাটের আদিতমারী-কালীগঞ্জ আসনে তিনি টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মরহুম মজিবর রহমানের ছিল বর্ণাঢ্য জীবন। শিক্ষা জীবন শেষে প্রথমে প্রধান শিক্ষক, পরে ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রবীণ এ রাজনীতিবিদ শিক্ষা জীবন শেষ করে আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে জনগণের আস্থাভাজন হয়ে উঠেন তিনি। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তার ব্যাপক জনপ্রিয়তায় জিয়াউর রহমান তাকে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত করলে তিনি সর্বপ্রথম এমপি নির্বাচিত হন। এরপর হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন। তার জনপ্রিয়তায় পর পর সাতবার লালমনিরহাট-২ আসনের এমপি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। সেই সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৫ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে নিজ ইচ্ছায় সরে দাঁড়ান প্রবীণ এ নেতা। তিনি ছিলেন তার এলাকার মানুষের অত্যন্ত আপনজন। নির্লোভী, ধর্মপরায়ন, সৎ ও বন্ধসুলভ ব্যক্তি হিসেবে তার সুনাম ছিল সর্ব মহলে।

লালমনিরহাটে তার মরদেহ এসে পৌছানোর পর স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষ তাকে শেষ বিদায় জানায়। জনতার ঢল নামে মরহুম মজিবর রহমানকে শেষবার দেখার জন্য। আদিতমারী জিএস কলেজ মাঠে রাতে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে যান। তার মেজ ছেলে সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, ছোট ছেলে ব্যারিষ্টার ফাহমিদ সরওয়ার ও বড় ছেলে মোস্তাকজামান বাবলু একজন সফল ব্যবসায়ী।

তার মৃত্যুতে জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শরমিন চৌধুরী, ডিপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সংসদের বিরোধী দরীয় নেতা বেগম রওশন এরশাদ, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, আদিতমারী উপজেলার চেয়ারম্যান আইয়ুব আলীসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান