শহরের বিভিন্ন এলাকায় ছাত্রদল সভাপতি সাব্বিরের ইফতার বিতরণ

474

|| স্টাফ রিপোর্টার ||

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলার সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সৌজন্যে জেলা শহরের বিভিন্ন এলাকায় পথচারী, গরীব ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের পৌরসভা, বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এই ছাত্রদল নেতা গরীব, অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে।

উল্লেখ্য- ফারুক আহমেদ সাব্বির বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রমজান মাসজুড়ে দোয়ার আয়োজন, উপহার সামগ্রী ও ইফতার বিতরণ করে যাচ্ছেন এবং ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।