শহরে কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

43

॥ স্টাফ রিপোর্টার ॥

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরেক সহপাঠী। আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের তবলছড়ি-আসামবস্তি সংযোগ সড়কে গোসল করতে নেমে শিক্ষার্থীদের মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন, শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ণব চৌধুরী (১৫) ও এডিশন সাহা (১৬)। অপরজন রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিবম দাশ(১৪) কে আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। ওই সময় লাইফ জ্যাকেটের মতো কিছু একটা নিয়ে দুই বন্ধু ঘাট থেকে দূরে চলে যায়। পরে সেটি হাত থেকে সরে গেলে দুজনই পানি ডুবে যায়। আরেক বন্ধু সাহায্য করতে গেলে সেও ডুবে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন হ্রদ থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এদিকে শুক্রবার বিকালে আহত শিবম দাশের পিতা নয়ন দাশ মুঠোফোনে জানান, শিবমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। তার জ্ঞান ফিরেছে এবং কথাবার্তা বলছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিশা চাকমা জানান, দুপুরে পানিতে ডুবে যাওয়া তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই অর্ণব চৌধুরী ও এডিশন সাহার মৃত্যু হয়। তবে শিবম দাশ গুপ্তকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানাগেছে, মারা যাওয়া অর্ণব চৌধুরী রাঙামাটি শহরের মাষ্টার কলোনীর মৃত বাবুল চৌধুরীর, এডিশন সাহা আর্ট কাউন্সিল কলোনীর অমিত সাহার আর আহত শিবম দাশ গুপ্ত জেল রোড এলাকার নয়ন দাশের সন্তান।