শহীদদের শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলো এডঃ মামুন

397

॥ স্টাফ রিপোর্টার ॥

আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মেয়র প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মামুন। এরপর তিনি আব্দুল ফকিরের মাজার জিয়ারত করেন। মাজার জেয়ারতের পর তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।