শান্তিচুক্তির ২৩ বর্ষপূর্তি ঘিরে রাঙামাটি আওয়ামী লীগের আলোচনা সভা

408

॥ ইকবাল হোসেন ॥
২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখা, পৌর, সদর উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা’র সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজুল হক, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের সদস্য শীলা রায়, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, মো. আবু সৈয়দ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক কুমার চাকমা, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা (অপু),

শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীন, মৎস্যজীবী লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়া, ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী প্রমূখ।