শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তিতে আওয়ামী লীগের পোস্টার প্রদর্শণ

913

p.......7

স্টাফ রিপোর্টার, ১ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : পার্বত্য শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তির প্রাক্কালে পার্বত্য জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবিসহ সরকারের অঙ্গীকার ব্যক্ত করে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। আকর্ষণীয় এই পোস্টারটি রাঙামাটি জেলা সদরের সর্বত্র শোভা পাচ্ছে।

পোস্টারে বলা হয় ‘ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার অঙ্গীকারাবদ্ধ। শান্তিচুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের চলমান আন্তরিক প্রক্রিয়া সফল করতে ঐক্যবদ্ধ হউন।’