শাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

104

॥ এম নাজিম উদ্দীন ॥

যে জাতি যত শিক্ষিত,সে জাতি তত উন্নত। তাই জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে গতানুগতিক শিক্ষা নয়, মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানিয়েছেন রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তালুকদার এমপি। সোমবার সকালে রাঙামাটির ঐতিহ্যবাহী শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব সম্মেলন কক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো.মুছা মাতাব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এ সময় তিনি আরো বলেন, বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সরকারের যে পরিকল্পনা তা আগামীর স্মার্ট বাংলাদেশ পরিণত করা সম্ভব হবে। তাই বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই তারা আগামী বাংলাদেশের সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মজিবুর রহমান, রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক মো.নাছির উদ্দিন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।