॥ আকাশ মনু ॥
স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের প্রতিভা ও মেধা বিকাশের জন্য রাঙামাটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট ট্রিজার স্কুলে শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে কারিতাসের সহযোগিতায় এ মেলার আয়োজন করে সেন্ট ট্রিজার স্কুল কর্তৃপক্ষ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রচলিত পাঠ্য বইয়ের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো নিয়ে জ্ঞান চর্চা করা দরকার। প্রত্যেক শিক্ষার্থীকে সৃষ্টিশীল হওয়া জরুরী। তাছাড়া বিজ্ঞান মনষ্ক শিক্ষার্থীরাই পারে নিজের দেশের সুনাম বয়ে আনতে।
বক্তারা আরো বলেন, এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা ক্ষুদে বিজ্ঞানীদের মেধা বিকশিত করতে পারলেই তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারবে।
ছাত্র-ছাত্রীরা দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে। যার মধ্যে পরিবেশ ও প্রকৃতি এবং বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন অন্তর্ভূক্ত রয়েছে। যেখানে কম্পিউটার প্রযুক্তি, বাংলা, ইতিহাস, ইংরেজী, কৃষি, গার্হস্থ্য বিজ্ঞান ও স্বাস্থ্য সুরক্ষার উপর ধারণাও তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন বিষয়ের উপর উদ্ভাবনী দেখে আগত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে সেন্ট ট্রিজার স্কুলের প্রধান শিক্ষক সিস্টার কাকলী রোজারিও এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক ইসরাত জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কারিতাসের আঞ্চলিক পরিচালক রতন মার্সেল গুদা।
বিশেষ অতিথি ছিলেন, আর.এন.ডি.এম সিস্টার প্রভা মেরি কর্মকার, ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার মাইকেল রায়।এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন বিষয়ের উপর ৩২ টি স্টল প্রজেক্ট প্রদর্শিত হয়। আলোচনা সভা শেষে মেলায় বিজয়ীসহ অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।