স্টাফ রিপোর্টার
নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম।
মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশ একটি সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। এদেশের সকল মানুষ তার নিজ নিজ ধর্ম নির্ভীকভাবে পালন করে আসছে। শিশু-কিশোররা পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক ভাবে ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে নিজ নিজ ধর্ম পালন করছে। আমরা লক্ষ্য করছি, ধীরে ধীরে শিক্ষা সিলেবাসে ধর্ম শিক্ষাকে চুড়ান্তভাবে উপেক্ষা করা হয়েছে, ধর্ম শিক্ষা মানুষকে নীতি-নৈতিকতা শেখায়।
বক্তরা আরো বলেন, প্রস্তাবিত শিক্ষা কারিকুলামে বিজ্ঞান শিক্ষার মারত্মক সংকোচন দৃশ্যমান। জীবনজীবিকা, স্বাস্থ্যশিক্ষা, শিল্পসংস্কৃতি ও তথ্যপ্রযুক্তির মতো চার চারটা বিষয়ের পৃথক পাঠ্যবই থাকবে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত, অথচ ফিজিক্স-ক্যামিস্ট্রি-বায়োলজী মিলিয়ে একটা মিক্সার থাকবে ৯ম-১০ম শ্রেণীতে। সবার পড়ার জন্য, আর কোনো অপশন থাকবে না। অপশনগুলো খোলা রেখেই এটা করা যেত কিন্তু তা করা হয়নি। এই কারিকুলাম বাস্তবায়িত হলে বৈশ্বিক মানদন্ডে পেশা ভিত্তিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশ ভ‚মিকা রাখতে ব্যর্থ হবে।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, জাতীয় শিক্ষক ফোরাম রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মাওলানা জাহেদ উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ছাত্রনেতা ইমাম হোসাইন কুতুবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।