শিমুলতলীতে ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী ঘিরে ওয়াজ মাহফিল

106

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা শহরের শিমুলতলী সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদে আসর হতে শিমুলতলী বাইতুর রহমত জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন- টিএনডটি মাইক্রোওয়েব জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. গাজী শহিদুল্লাহ।

শিমুলতলী বাইতুর রহমত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. ওমর আলীর পরিচালনায় বিশেষ মেহমান ছিলেন- পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মো. শামসুল আলম।

বিশেষ বক্তা ছিলেন- হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি একরামুল হাসান, ভেদভেদী বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. সোলাইমান, ভেদভেদী তৈয়্যাবিয়া ইউসুফ আলী জামে মসজিদের ইমাম মাওলানা মো. হারেস উদ্দিন আলকাদেরী, রূপনগর বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মিরাজ উদ্দিন আল কাদেরী, ওয়াপদা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী খন্দকার নাছির উদ্দীন, রাঙামাটি সদর উপজেলা মসজিদের সহকারি ইমাম মাওলানা মোঃ জাহেদুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।