॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়িতে শিশুর ও প্রারম্ভিক যত্ন ও বিকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি জেলার আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। এছাড়া কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাজ্জাদ হোসেন ও উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার হোসনে আরা বেগম।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, এবং থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী সহ উপজেলার প্রায় সকল দপ্তরের কর্মকর্তা এবং তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।