শিশু অধিকার সপ্তাহে এনসিটিএফ এর চিত্রাংকন প্রতিযোগিতা

84

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে এনসিটিএফ রাঙামাটি জেলা শাখার আয়োজনে এবং ইয়েস বাংলাদেশের সার্বিক তত্বাবধানে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাঙামাটি শিশু একাডেমিতে প্লান ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক সাদমান রশীদ শাবাবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সাফায়াত জামিল, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথের সভাপতি ম্যারিলিন এ্যানি মারমা, জেলা ভলান্টিয়ার জয়ন্তি ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউস সানি খানসহ এনসিটিএফ’র কার্যনির্বাহী ও সাধারণ সদস্য, প্রতিযোগি এবং অবিভাবকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী সকল শিশুর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।