শিশু অধিকার সপ্তাহ ঘিরে ইয়ুথ’র চিত্রাংকন প্রতিযোগিতা

127

॥ স্টাফ রিপোর্টার ॥

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে রাঙামাটির অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এন্ড হেল্প (ইয়ুথ) এর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শতাধিক শিশুর অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলার সভাপতি সাংবাদিক মনসুর আহম্মেদ মান্না।

ইয়ুথ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ এর সাধারণ সম্পাদক রূপম তঞ্চঙ্গ্যা।

আলোচনা সভার পর অতিথিরা ৬৫জন সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষা উপকরণ প্রতিনিধিদের হাতে তুলে দেন। এরপর চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ইয়ুত এর সভাপতি ম্যারিলিন এ্যানি মারমার মাতা ছবি মারমার আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।