॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত ৭দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে আগামী ০৯ অক্টোবর (শুক্রবার) রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রতিযোগিতার সময় ও নিয়মাবলীঃ তারিখ: ০৯ অক্টোবর, শুক্রবার সময়: সকাল ১০টা, স্থান: শিশু একাডেমি মিলনায়তন।
“ক” বিভাগ- নার্সরী হতে ৩য় শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়: ইচ্ছামত। “খ” বিভাগ-৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়: প্রাকৃতিক দৃশ্য। “গ” বিভাগ- ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়: স্বাধীনতা যুদ্ধ। উল্লেখ্য- আর্ট পেপার সংগঠন কর্তৃক প্রদান করা হবে এবং একইদিন প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণ করা হবে।