॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ শিশু একাডেমি সারাদেশ ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ পালন করছে। তারই অনুসরণে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় আগামী ৫ অক্টোবর হতে ১১ অক্টোবর ২০২০ পর্যন্ত সপ্তাহব্যাপি ব্যাপক কর্মসূচীর মাধ্যমে উক্ত কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রযেছে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কন্যা শিশুদের সংগীত প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও প্রাক প্রাথমিক শিশুদের বিভিন্ প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
চিত্রাংকন প্রতিযোগিতার সময়সূচী ও নিয়মাবলী নিম্নরূপঃ
তারিখ: ০৫/১০/২০ খ্রিষ্টাব্দ, সোমবার সময়: সকাল ৯টা, স্থান: শিশু একাডেমি মিলনায়তন।
“ক” বিভাগ- নার্সরী হতে ৩য় শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়: ইচ্ছামত।
“খ” বিভাগ-৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়: প্রাকৃতিক দৃশ্য।
“গ” বিভাগ- ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়: গৃহকর্মে নিয়োজিত শিশু।
সংগীত প্রতিযোগিতার সময়সূচী ও নিয়মাবলী নিম্নরূপঃ তারিখ: ০৬/১০/২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার সময়: সকাল ৯টা, স্থান: শিশু একাডেমি মিলনায়তন।
“ক” বিভাগ- নার্সরী হতে ৩য় শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়: দেশের গান।
“খ” বিভাগ-৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়: দেশের গান।
“গ” বিভাগ- ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়: দেশের গান।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রছাত্রীদের উল্লেখিত সময়ে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। অনুরোধক্রমে অর্চনা চাকমা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি।