শুক্রবার কোচিং ক্লাস বন্দের দাবিতে মানববন্ধন

624

স্টাফ রিপোর্ট- ১৬ মার্চ ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি):  জাতীয় শিশু সংগঠন ‘আমরা কুড়ি’র উদ্যোগে শুক্রবার সরকারি ছুটির দিন কোচিং ক্লাস বন্দের দাবিতে গত ১৫ মার্চ ২০১৭ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা মিলে মানববন্ধন করেছে। এতে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শিশু সাহিত্যিস, সাংবাদিক রফিকুল হক দাদু ভাই, সংগঠনের চেয়ারম্যান মোস্তাক আহমেদ লিটন ও মহাসচিব ফেরদৌস আরা বন্যা।

 পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।