শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু একাডেমির প্রতিযোগিতা

97

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক আগামী ১৭ অক্টোবর ২০২৩ তারিখ মঙ্গলবার সকাল ৯-০০ টা থেকে শিশু একাডেমি মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের “শিশুদের প্রতীক শেখ রাসেল” শীর্ষক বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা, শেখ রাসেল বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চিত্রাংকন প্রতিযোগিতাঃ ১৭/১০/২০২৩ তারিখঃ ‘‘ক’’ বিভাগঃ নার্সারী হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী, বিষয়ঃ ইচ্ছামতো। ‘‘খ’’ বিভাগঃ ৪র্থ শ্রেণি হতে ৬ষ্ট শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী, বিষয়ঃ শুভ জম্মদিন শেখ রাসেল। ‘‘গ’’ বিভাগঃ ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী, বিষয়ঃ রাসেলের জন্য ভালবাসা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশ গ্রহন করতে পারবে।

বক্তৃতা প্রতিযোগিতাঃ ১৭/১০/২০২৩ তারিখ: ‘‘ক’’ বিভাগঃ ৩য় শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী, বিষয়ঃ শিশুদের প্রতীক শেখ রাসেল। ‘‘খ’’ বিভাগঃ ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী, বিষয়ঃ শিশুদের প্রতীক শেখ রাসেল।