শেখ রাসেল দিবসে রাঙামাটি শিশু একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

136

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন আয়োজি কর্মসূচীর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাঙামাটি শিশু একাডেমি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের প্রশিক্ষণার্থী শিশুদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুরা ৪টি দলীয় নৃত্য, ২টি দলীয় সংগীত ও ১জন শিশু আবৃত্তি পরিবেশন সহ ১জন শিশু শেখ রাসেল বিষয়ে অনুভূতি প্রকাশ করে।