॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছডড়িতে ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাপছড়ি ইউনিয়ন বিএনপি।
বুধবার বিকেলে মানিকছড়ির দলীয় কার্যালয় হতে মিছিল শুরু করে মানিকছড়ি চেকপোস্ট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হাকিম এবং জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম সগিরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুঙ্গু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জাসাস সভাপতি কামাল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান বাচা।
এসময় ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বৈরাচারী সরকার যে গুম, খুন, অত্যাচার রাহাজানি করেছে, তার বিরুদ্ধে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। সারাদেশে যেভাবে যুবলীগ-ছাত্রলীগ সংখ্যালঘুদের উপর যে হামলা চালাচ্ছে, রাঙামাটিতে এ ধরণের কিছু করতে চাইলে আমরা তাদের রুখতে প্রস্তুত আছি।
বক্তারা আরো বলেন, ১৫ই আগস্ট ঘিরে একটি কুচক্রী মহল রাঙামাটিতে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পায়তারা করছে, আমরা মাঠে আছি এধণের কর্মকান্ড চালাতে আসলে শক্ত হাতে তাদের দমন করা হবে।