॥ স্টাফ রিপোর্টার ॥
শোক ও বিন¤্র শ্রদ্ধায় পার্বত্য জেলা রাঙামাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলাপ্রশাসন, পুলিশ বিভাগ, রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পৃথক আলোচনা সভার আয়োজন করে।
রাঙামাটি জেলাপ্রশাসনের আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধস্ত দেশ গঠনে বঙ্গবন্ধু যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন কিছু কুচক্রীমহল বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহৃ করতে চেয়েছিলো এবং বঙ্গবন্ধু, বঙ্গমাতা তাদের জৈষ্ঠ্য ও কনিষ্ঠপুত্র রাসেলকে হত্যা করেছিলো, ভাগ্যেক্রমে বেছে যান শেখ হাসিনা ও শেখ রেহেনা। হত্যাকারীরা ভেবেছিলো তাদের হত্যার মাধ্যমে বঙ্গবন্ধু নিরবংশ করতে, কিন্তু পারেনি।
বক্তারা বলেন, জাতির জনক হত্যার বিচার হয়েছে, যারা এখনো বিদেশের মাটিতে রয়েছে তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। আলোচনা সভা ছাড়াও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা ও সরকারি শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ বিস্তারিত কর্মসূচি পালন করে জেলা প্রশাসন।