সংক্রমণ বেড়ে যাওয়ায় রাঙামাটিতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালানোর পরামর্শ

90

॥ স্টাফ রিপোর্টার ॥

শীতের হিমেল হাওয়ায় ভর করে দেশে বর্তমানে অমিক্রন এর সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সরকারি কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। তিনি বলেন, বর্তমান ভাইরাসের ভেরিয়েন্টটি পূর্বতনের তুলনায় ১৬ গুণ বেশী সংক্রামক বলে জানা গেছে, তাই বয়স্ক মানুষ, বিশেষ করে ষাটোর্ধ বয়সী সকলকে করোনা টিকার চতুর্থ ডোজ অবশ্যই গ্রহণ করতে হবে। হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম চালু হওয়ায় নাগরিকদের এই সুযোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অনুষ্ঠি জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় এ তথ্য জানান সিভিল সার্জন। বুধবার পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এ সভা জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি), সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও-১ মোঃ আব্দুল্লাহেল বাকীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিরা। এ ছাড়া বিভাগভিত্তিক বিভিন্ন দপ্তর প্রধানগণ আলোচনায় অংশ নেন।

রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক সান্তনু চাকমা ছাত্র-ছাত্রীর বিপরীতে শিক্ষক ও শ্রেণীকক্ষের অপ্রতুলতার পাশাপাশি বিজ্ঞান বিভাগসমূহে ল্যাব না থাকার বিষয়টি সভাকে অবহিত করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী পানি ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের জন্য বিভিন্ন বিভাগকে পরামর্শ দেন এবং বিভিন্ন কার্যক্রমে মিতব্যয়িতা নীতি মেনে চলার উপর জোর দেন। তিনি বর্তমানে রাঙ্গামাটির ৭১% শিক্ষার হার অর্জনকে জাতীয় পর্যায়ের অর্র্জনের কাছাকাছি বলে উল্লেখ করেন। তিনি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে সম্পদে পরিণত করার উপর জোর দেয়াসহ সভায় নিয়মিত উপস্থিতির উপর গুরুত্বারোপ করেন। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে এবং সবার শুভকামনায় সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় উপস্থিত অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।