সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী জোসনার গণসংযোগ

435

॥ গোলাম মোস্তফা ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জোসনা বেগম তার নির্বাচনী প্রতীক অটোরিক্সার প্রচরণায় পুলিশ লাইন সমাজ কমিটির সাথে উঠান বৈঠক করেছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে ২শতাধিক এলাকাবাসীকে নিয়ে সমাজ কমিটির সভাপতি মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. তামিম হোসেনর সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছলিম উল্লাহ সেলিম, প্রার্থী জোসনা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, সমাজ কমিটির সহ-সভাপতি নাজমুল হক ইয়ামেনি।

এসময় এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও এলাকায় সাম্প্রদায়িক সম্পৃতি গড়ে তোলার আশ্বাস দেন। এছাড়াও অতীত সময়ে যেভাবে সুখে-দুঃখে জনগণের পাশে ছিলেন আগামীতেও তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন আমার ছোট বেলা থেকে স্বপ্ন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার। তাই সেই লক্ষ্য থেকেই অসহায় মানুষের সেবা করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নির্বাচনে বিজয়ী হলে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা এবং এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখব।