সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর প্রার্থী জায়তুন নুর বেগমের প্রচারনা

525

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর জায়তুন নুর বেগম। শুক্রবার দিনব্যাপি তিনি পুরান পাড়া ও মাঝেরবস্তিতে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। এসময় ফাতেমা আক্তার, কমল রাণী দে, ফাতেমা আক্তার, শিপ্রা মল্লিক, রেহানা বেগম সহ প্রায় অর্ধশত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, আমি অতীত সময়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। এরই পরিপ্রেক্ষিতে জনগণের চাপে আমি আবার নির্বাচনে অংশ নিয়েছি। আমি নির্বাচিত হলে অতিতে যেভাবে নারীদের পাশে ছিলাম এবং সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে বন্টন করেছি তা অব্যাহত রাখব। প্রতি ৩ মাস পরপর প্রত্যেক এলাকায় এলাকাবাসীকে নিয়ে বসবো এবং তাদের সমস্যা শুনে সমাধানের ব্যবস্থা করবো।