সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে রাঙামাটিতে দোয়া মাহফিল

38

॥ স্টাফ রিপোর্টার ॥

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান সহ আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন- জেলা ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী।