সন্ত্রাসীদের আটকের দাবিতে খাগড়াছড়িতে আজ হরতাল

272

SAMSUNG CAMERA PICTURES

খাগড়াছড়ি প্রতিনিধি- ২০ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : আঞ্চলিক সংগঠনের চাঁদাবাজি ও চিহিৃত সন্ত্রাসীদের আটকের দাবীতে খাগড়াছড়ি পৌর এলাকায় সোমবার অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে “সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি”। রবিবার দুপুরে পৌর মিলনায়তনে ব্যবসায়ীদের নিয়ে এক জরুরী বৈঠক থেকে সংগঠনের নেতারা এ হরতালের ডাক দেয়।

এ সময় উপস্থিত ছিলেন, “খাগড়াছড়ি সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির আহবায়ক পৌর মেয়র রফিকুল আলম,সদস্য সচিব খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এসএম সফি, খাগড়াছড়ি বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মো: লিয়াকত আলী চৌধুরী,হোটেল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এস অনন্ত বিকাশ ত্রিপুরা প্রমূখ।

বক্তরা এ সময় বলেন, পার্বত্য চট্টগ্রামে অনিবন্ধিত আঞ্চলিক সংগঠনের ব্যাপরোয়া চাঁদাবাজিতে অস্থির হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ীসহ বসবাসরতরা। চাঁদাবাজি রোধ করা না গেলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তৎপরতা দিন দিন আরো বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে চাঁদাবাজি বন্ধ ও চিহিৃত সন্ত্রাসীদের আটকের দাবী জানান নেতৃবৃন্দ।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান