সবুজবাগ ‘ডিজিটাল কল্যাণ একাডেমি’র ইফতার ও বস্ত্র বিতরণ

490


স্টাফ রিপোর্ট- ২১ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি:  প্রতি বছরের ন্যায় ঢাকা মহানগরীর সবুজবাগ থানার বহুবিদ সেবা, শিক্ষা ও সমাজ কল্যানমূলক প্রতিষ্ঠান ‘ডিজিটাল কল্যাণ একাডেমি’ গত ১৬ শুক্রবার ২০ রমজানে সংগঠনের শুভানুদ্ধ্যায়ী ও সবুজবাগ থানার গরিবদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কমলাপুর স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানর প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগ সভাপতি আশরাফুজ্জামান ফকির। ‘ডিজিটাল কল্যাণ একাডেমি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাদশা গাজীর সভাপতিত্বে দোয়া মাহফিল শেষে প্রায় তিন শত লোক ইফতার করেন।

এছাড়া গত ৯ জুন শুক্রবার বিকালে একাডেমি’র ২৩, অতীশ দীপংকর সড়কে নিজস্ব অফিসে সদস্য ও স্থানীয় গরিবদের মাঝে শাড়ি কাপড় এবং পাঞ্জাবি বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি- লায়ন এম এইচ মারুফ সিকদার।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান