সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে সভা

622

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলার ৪ নং দুমদুম্যা ইউনিয়নে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প কর্র্তৃক ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার সকালে ইউনিয়ন পরিষদ মিলানাতনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রকল্প ব্যবস্থাপক চিচিমনি চাকমার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,৪ নং দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যান শান্তিরাজ চাকমা। সভায় আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিয়নের প্রতিনিধিরা উপস্তিত ছিলেন।

৪ নং দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা বলেন,শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে এবং শিশু শ্রম ,শিশু নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। তিনি বলেন,পাড়া কেন্দ্রে অধ্যয়নরত শিশুদের জন্য শিক্ষা উপকরন বিতরণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি ।

সভায় প্রকল্পের পাড়া কেন্দ্রের প্রারম্ভিক ও প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বিষয়সহ স্বাস্থ্যও পুষ্টি, শিশু কিশোরী,গর্ভবতীদের টিটি টিকা দেয়া,কিশোরী,গর্ভবতী ও প্রসূতি মাদের আয়রন টেবলেট খাওয়ানো, নবজাতকের যত্ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।