সম্মেলন ঘিরে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে নিখিলের সভা

468

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে সভা করেছেন সভাপতি প্রার্থী নিখিল কুমার চাকমা। সোমবার সন্ধ্যায় নিখিল কুমার চাকমার নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন জমির, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক আশুতোষ বড়ুয়া, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামী লীড়ের নির্বাহী সদস্য ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, শফিউল আলম, উপ দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নিহার দেবসহ তৃণমূল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নিখিল কুমার চাকমা বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ সুষ্ঠু ও সুচারুভাবে সফল করার জন্য তৃণমূল নেতা কর্মীদের দিক নির্দেশনা দেন।