সরকারি কর্মকর্তাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি দিনে দিনে জনবান্ধব হয়ে উঠছে: ডিসি মিজানুর রহমান

138

॥ স্টাফ রিপোর্টার ॥

সরকারি কর্মকর্তাদের মানসিকতা দিনে দিনে জনবান্ধব হয়ে উঠছে। আধুনিক শিক্ষা, কর্মকর্তাদের উন্নত মানসিকতা, নতুন প্রজন্মের সিভিল সার্ভিস কর্মকর্তাদের উদার দৃষ্টিভঙ্গি এবং সরকারের উচ্চ মহল থেকে নিয়মিত মোটিভেশনের কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির বিদায়ী জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মকর্তাদের এই উদার দৃষ্টিভঙ্গি আগামী দিনে নাগরিক সমাজের জন্য একটি সুখবর উল্লেখ করে ডিসি মিজান বলেন, যত দিন দায়িত্বে ছিলাম, জেলার উন্নয়নসহ জেলাবাসীর কল্যাণ, শান্তি ও স¤প্রীতির জন্য কাজ করার চেষ্টা করেছি। জেলাবাসীও তাঁকে দায়িত্ব পালনে যথেষ্ট সহযোগীতা করেছে উল্লেখ করে এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি। ‘সাংবাদিকদের মাধ্যমে নানামুখি তথ্য পাওয়ায় আর্থ-সামাজিক উন্নয়নসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছি উল্লেখ করে তিনি বলেন যেখানেই যাই না কেন রাঙামাটির মাটি ও মানুষের প্রতি আমার আন্তরিকতা ভালোবাসা অটুট থাকবে।

সোমবার (১১ জুলাই) বিকেলে রাঙামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এসব কথা বলেন।

রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, সুনীল কান্তি দে, প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার আল-হক, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক ও জেলা রোভার স্কাউটস্ এর সম্পাদক নুরুল আবছারসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহন করেই দক্ষতার সাথে তিনি রাঙ্গামাটিবাসীর পরোপকারী সরকারী কর্মকর্তা হিসেবে দ্রুত পরিচিত লাভ করেছেন। তিনি সকল বিভাগের সাথে সমন্বয় করে রাঙ্গামাটি জেলাকে শান্তির নীড় হিসেবে তুলে ধরেছেন। তাই রাঙ্গামাটির মানুষের কাছে আপনার পরোপকারীর কথা চির স্মরনীয় হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, বিদায়ী জেলা প্রশাসক রাঙামাটি পর্যটন শহরকে সাজাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। এছাড়া রাঙ্গামাটি জেলার সেবা গ্রহীতা সাধারণ জনগণ যাতে কম সময়ের মধ্যে সহজভাবে সেবা পেতে পারে সে লক্ষ্যে মানুষের কল্যাণে আপ্রাণ ভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। এছাড়া রাঙ্গামাটি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।
আলোচনা সভা শেষে বিদায়ী সংবর্ধিত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে রাঙামাটি প্রেস ক্লাবের সদস্যবৃন্দরা।