সরকারী হাস-মুরগীর খামার পরিদর্শন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী

445

॥ রাঙামাটি প্রতিনিধি ॥
পার্বত্য অঞ্চলে পোল্ট্রি ও ডেইরী শিল্প বাড়লে মানুষের পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণ সহজ হবে বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রাঙামাটির আসামবস্তীতে সরকারী হাঁস-মুরগী খামার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি পার্বত্য এলাকায় পোল্ট্রি ও ডেইরী শিল্পের প্রসারে প্রাণী সম্পদ বিভাগকে আরো তৎপর হওয়ার পরামর্শ দেন। এর আগে মন্ত্রী প্রাণী সম্পদ দপ্তর ও সরকারী হাস মুরগী খামার ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।