সরকারের সাফল্য বিষয়ে রাজস্থলীতে প্রেস ব্রিফিং

485

p...3

আজগর আলী খাঁন, ১৪ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে রোববার রাজস্থলী উপজেলায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংএ জানানো হয় বর্তমান সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। সাফল্যগুলোর মধ্যে বিশেষ করে দারিদ্রার হার কমিয়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রেমিটেন্স প্রাপ্তি, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমে যাওয়া, বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি, ঝরে পড়ার হার কমে যাওয়া, বিদ্যুত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, খাদ্যশষ্য উৎপাদন, ই-সেবা কেন্দ্র গঠন, ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা বৃদ্ধি, সীমান্ত সমস্যার সমাধান, সমুদ্রসীমা সমস্যার সমাধান, মানবতাবিরুধী অপরাধের বিচারসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ হারুন। প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মোঃ কবির হোসেন, কাজী মোশারফ হোসেন, আজগর আলী, হারাধন কর্মকার।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান