সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটি প্রেসক্লাবের মানববন্ধন

157

॥ স্টাফ রিপোর্টার ॥

রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ জানিয়ে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে কর্মরত গণমাধ্যমকর্মীরা। ২৮ অক্টোবর বিএনপি জামায়াতে মহাসমাবেশের দিন সাংবাদিকদের উপর হামলায় বেশ কিছু সাংবাদিক আহত হয় এবং টিয়ারসেলের আঘাতে আহত এক সাংবাদিক পরে মৃত্যু বরণ করেন।

সোমবার সকাল ১১টায় রাঙামাটি প্রেসক্লাবের উদ্যোগে রাঙামাটি ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে রাঙামাটির বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমরা গভির উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ করছি যে, বিভিন্ন ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। সাংবাদিকদের উপর হামলা চালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বক্তারা হামলান ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহাম্মেদ এর সভাপতিত্বে ও বাসস প্রতিনিধি মনসুর আহাম্মেদ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়–য়া, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু, উচিংছা রাখাইন কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে আরো বক্তারা বলেন, ‘গণমাধ্যমের উপর নৃশংসতা চালিয়ে বিএনপি প্রমাণ করল তারা দেশের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নয়। দেশবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমরা। একই সাথে ২৮শে অক্টোবরের রাজনৈতিক কর্মসূচীতে কর্তব্যরত পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।