সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

432

P.....4

বান্দরবান প্রতিনিধি, ২৯ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি :  বান্দরবানের স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারলক নূরুল্লাহ নূরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ফারুক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: হারুন উর রশীদ, এনডিসি হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক মো: ওসমান গনি, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নতুন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, দেশের বৈচিত্রময় জেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবান। ইতিমধ্যের বান্দরবানের পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। পর্যটন শিল্প’সহ এ অঞ্চলের সম্ভাবনাময় শিল্পগুলোর উন্নয়নে আরো অনেক কিছুই করার রয়েছে। নতুন নতুন আরো কিছু দর্শনীয় স্থান খোঁজে বের করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, দেশ ও জাতীর উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রেও স্থানীয় গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি জেনেছি। আগামী দিনগুলোতেও পরস্পরের সহযোগীতার মাধ্যমে বান্দরবানকে আরো বৈচিত্রময় পর্যটন শহর হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করছি।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান