॥ স্টাফ রিপোর্টার ॥
সাংবাদিকরা জাতির জন্য দিশারীর ভূমিকায় কাজ করে, কাজেই তাদের লেখনী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হওয়া জরুরী বলে মত প্রকাশ করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন পাহাড়ের শান্তি প্রক্রিয়া থেকে শুরু করে এ এলাকার উন্নয়ন, দ্রোহ এবং সংগ্রাম সব কিছুই জাতির সামনে নিয়ে আসতে সাংবাদিকরা বরাবরই প্রসংশনীয় এবং অগ্রণী ভূমিকা পালন করেছে।
রাঙামাটি থেকে চার চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্যও সাবেক এই মন্ত্রী বলেন, এখন সংবাদ প্রকাশের ক্ষেত্র বিস্তৃত হওয়ায় কোন সংবাদ সঠিক আর কোনটা বিশ্বাসযোগ্য তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে।
জনগণের এই দ্বিধা দূর করার দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে। নিরপেক্ষতার সাথে জাতির বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই যদি তারা ক্রমাগত সংবাদ পরিবেশন করে তবে জনগণের আস্থা নষ্ট হবে না। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণেএ বং সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। কাজেই নীতি-নৈতিকতার গন্ডিতে থেকে তারা সংবাদ পরিবেশন করবে এটাই মানুষের প্রত্যাশা। এমপি বলেন, আমি সব সময় সংবাদকর্মীদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো, তাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে দ্বীধা করবেন না।
রাঙামাটি প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষতে গেলে শুক্রবার সকালে তিনি তার বাসভবনে এই মত প্রকাশ করেন। এ সময় এমপি সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। প্রেসক্লাবের পক্ষ থেকেও এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় রাঙামাটি প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার-আল হক, কোষাধ্যক্ষ ও এটিএন নিউজ প্রতিনিধি পুলক চক্রবর্তী, দপ্তর সম্পাদক এবং বাসস ও চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহম্মেদ, জিটিভির জেলা প্রতিনিধি মিল্টন বাহাদুর, এশিয়ান টেলিভিমনের জেলা প্রতিনিধি মো: আলমগীর মানিক, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম ও দৈনিক রাঙামাটির স্টাফ রির্পোটার মঈন উদ্দিন বাপ্পী, দি বাংলাদেশ টুডে রাঙামাটি প্রতিনিধি মোঃ শফিকুর রহমান, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি মো: নুরুল আমিন মানিক, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ডেইলী ইন্ডাষ্ট্রি’র জেলা প্রতিনিধি শাহ্ আলম উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, রাঙামাটি প্রেস ক্লাব অরাজনৈতিক প্রেস ক্লাব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাঙামাটি প্রেস ক্লাব কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটি পার্বত্য এলাকার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, এলাকার সমস্যা ও সম্ভাবনাসহ পার্বত্য এলাকায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ধারা লেখনির মাধ্যমে জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। আমরা আশা করি পার্বত্য এলাকায় আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা আরো প্রসারিত হোক এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান আরো বৃদ্ধি পাক।
এমপি এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উপকরণে সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরে বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই সাংভাদিকরা যেন সাবলীলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন। এ জন্য প্রয়োজনীয় সহযোগীতা প্রদানে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।