সাংবাদিক নাজিমের মায়ের ইন্তোকাল

566

দৈনিক রাঙামাটির সিনিয়ার স্টাফ রিপোর্টার ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নাজিম উদ্দীনের মাতা সুফিয়া বেগম মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দুপুরে তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমা সুফিয়া বেগমের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বিগত বেশ কিছুদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন ব্যধিতে আক্রান্ত ছিলেন।

মরহুমা ছুফিয়া বেগম রাঙামাটি শহরের শহরের সম্ভ্রান্ত পরিবার প্রাক্তন কমিশনার মরহুম কাসেম মেম্বারের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে রাঙামাটি প্রেসক্লাব, দৈনিক রাঙামাটি পরিবার, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভির শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় বলা হয় এই বিদুষী নারীর মৃত্যুতে আমরা গভিরভাবে শোকাহত। শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানানো হয়।