দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে রাঙামাটি সমকাল পাঠক ফোরাম ও কর্মরত সাংবাদিকদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গনে এ কর্মসূুচি পালন করা হয়।
সমকাল প্রতিনিধি ছত্রং চাকমার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক একে এম মকছুদ আহমেদ, সুনীল কান্তি দে, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হান্নান, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তি চাকমা, সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের উপর দিনদিন অত্যাচার বেড়ে যাচ্ছে। অতীতে সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় এ ধরণের হত্যাযজ্ঞ বাড়ছে। একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে দেশের জন্য কাজ করা। কিন্তু তিনি দেশ সেবা বাদ দিয়ে নৈরাজ্য সৃষ্ঠি করছেন। যা কখনো কাম্য নয়। বক্তারা সাংবাদিক শিমুল হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির জোর দাবি জানান।