সাজেকে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত

130

॥ আলমগীর মানিক ॥

বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কের জন্য নিয়ে যাওয়া বালিবাহী ড্রাম ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক পলেন চাকমা (৩৫) ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে গাছ ফেলে ঘাতক ট্রাকটি আটক করে এবং সড়ক অবরোধ করে। তবে তারা চালককে খুঁজে পায়নি।

সোমবার বিকেল ৫ টায় মাচালং ১৪ কিলোমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা। মৃত পলেন চাকমা সাজেকের একুইজ্জ্যাছড়ি গ্রামের পক্ষী চাকমার ছেলে বলে নিশ্চিত করে পুলিশ।

সাজেক থানার ওসি (তদন্ত) দেবাশীষ রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমাসহ ঘটনা স্থলে পৌছে উত্তেজিত জনতাকে শান্ত করি।