॥ সালাউদ্দীন শাহীন ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের সিজোকছড়া এলাকায় পর্যটবাহী ( ঢাকা মেট্রো- চ-১৫৭০০২) একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে সেনাবাহিনীর এক মেজরসহ ৮ পর্যটক আহত হয়েছে । শনিবার (১৬ জানুয়ারী ) সকাল ১০ টার দিকে সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে দুই কিলোমিটার দূরে সিজোক ছড়ায় এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহত পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে খাগড়াছড়ি সিএমএইচে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার, আহত পর্যটকদের মধ্যে মেজর মোহাম্মদ মিজান ও তার পরিবারের সাত সদস্য ছিলেন। মেজর মিজান ঢাকা সেনা স্টাফ কলেজে কর্মরত বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। ঢাকা থেকে পরিবার নিয়ে তিনি সাজেক ভ্রমণে আসেন।