স্টাফ রিপোর্ট- ১ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি: গত ৩১ মে ২০১৭ রোজ বুধবার সাজেক ত্রাণ সহায়তা কমিটি পক্ষ থেকে সাজেকের দুর্ভিক্ষ কবলিত এলাকায় প্রায় ৬৬৫ পরিবারের কাছে চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২০ কেজি করে ১৩.৩ মেট্রিক টন (তের হাজার তিনশত কেজি) চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সহসাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জৈববোই তাং ত্রিপুরা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল বিহারী চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্টাফ সদস্য বাচ্চু চাকমা প্রমুখ।
ত্রাণ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সহসভাপতি উৎপলাক্ষ চাকমা, জেএসএস বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শ্রী বুদ্ধাকর চাকমা ও দপ্তর সম্পাদক নয়ন জ্যোতি চাকমা।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান। (সংবাদ বিজ্ঞপ্তি)