সাজেক নদীতে ডুবে ভারতীয় যুবকের মৃত্যু

193

॥ স্টাফ রিপোর্টার ॥

সাজেক নদীতে ডুবে লিয়ানা মিজো (৩৬) নামের এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে । বাংলাদেশের সাজেক এবং ভারতের মিজোরাম সীমান্তরেখা বরাবর বয়ে যাওয়া সাজেক নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় লিয়ানা। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনাট ঘটে ।

নিহত লিয়ানা ভারতের মিজোরামের মামিত জেলার ফুলদংশি পাড়া এলাকার বাসিন্দা। সে সি. লাল হামংগিয়ার ছেলে। নিহতের স্ত্রী এবং ৮ বছর বয়সী একটি ছেলে আছে।

জানা যায়, খবর পেয়ে স্বজন এবং প্রতিবেশীরা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। নদীতে প্রবল স্রোত থাকার কারণে লিয়ানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অবশেষে শনিবার (১৩ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি পাওয়া যায় বাংলাদেশের উদয়পুর এবং ভারতের শীলছড়ি সীমান্ত এলাকায়।