॥ বিশেষ প্রতিনিধি ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, আমাদের ধর্ম চর্চা, কাউকে খুন বা জঙ্গি বানানোর জন্য নয়। প্রকৃত পক্ষে আমরা ধর্ম চর্চা করি মানুষকে মানুষ বানানোর জন্য। এই পৃথিবীটা মানুষের বাসযোগ্য করা, মানুষের সেবা করা ও প্রকৃত মানুষ গড়া। তিনি বলেন, সাধারণ মানুষ আজও অসাম্প্রদায়িক, হিংসে ছড়িয়ে দাঙ্গা লাগায় সাম্প্রদায়িক শক্তি ও স্বার্থান্বেষী মহল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে সকলকে তিনি যার যার ধর্ম পালন করার আহবান জানান এবং ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহারকারীদের প্রতি সজাগ থাকার আহবান জানান।
বৃহস্পতিবার সকালে রাঙামাটির রাজস্থলীর উপজেলাধীন হাজী পাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ উদ্বোধন ও রাজস্থলী মৈত্রী বিহারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী পাড়া গ্রামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিশ লক্ষ টাকা ব্যয়ে এই মসজিদটির উন্নয়ন কাজ করা হচ্ছে।
এ সময় এমপি বলেন, পাহাড়ের সকল সেক্টরের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও বর্তমান সরকার বিশেষ নজর দিয়ে কাজ করছে। সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘেœ নিজ নিজ ধর্মের চর্চা করতে পারে সরকার সেই সুবিধা নিশ্চিতে কাজ করছে। এ কারণেই পার্বত্যাঞ্চলের আনাচে কানাচে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ করে দিচ্ছে সরকারি উন্নয়ন সংস্থাগুলো। পাহাড়ে এমন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই যেখানে কোনো না কোনো উন্নয়ন কাজ এমপি দীপংকর তালুকদার আরো বলেন, এ সরকারের আমলে পাহাড়ের মানুষ নির্বিঘেœ নিজ নিজ ধর্ম চর্চা করতে পারছে। ধর্মীয় প্রতিষ্টানগুলোসহ সকল ক্ষেত্রে আশাতীত উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই জোয়ার দেখেই সাধারণ মানুষ দলে দলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য তার প্রিয় দল আওয়ামী লীগে যোগদান করছে।
আলোচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, সদস্য সাখাওয়াৎ হোসেন রুবেল, মং উচিং মারমা ময়না, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচিং মারমা, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিং মং মারমা, পুলক বড়–য়া, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, আওয়ামী পেশাজীবি লীগের সদস্য সচিব নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেত্রী লংবতি ত্রিপুরা, মনোয়ারা আক্তার জাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিন চিং মারমা, রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক, রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের এক কর্মি সভায় যোগ দেন।
এর আগে রাঙামাটির এলজিইডির বাস্তবায়নে দেশব্যাপী গ্রীমীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজস্থলী গ্রামীন বাজার ভবণ নির্মাণের ভিত্তি প্রস্তর করেন এবং রাঙামাটির রাজস্থলীর উপজেলাধীন হাজী পাড়া জামে মসজিদ ভবনের শুভ উদ্বোধন করেন।