সাপছড়িতে উপজেলা পরিষদের অভ্যর্থনা ফলক দখল করে দোকান নির্মাণ

120

॥ স্টাফ রিপোর্টার ॥

পর্যটন শহর রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নে অবৈধভাবে অভ্যর্থনা ফলক দখল করাসহ সড়কের পাশে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় রাঙামাটির প্রবেশমুখ সাপছড়ি যৌথ খামার, ফুরোমন রাস্তার মোড়ে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসায় পরিচালনা করছে স্থানীয়রা। এর পাশাপাশি নতুন স্থাপনাও নির্মাণ করছে। দোকান নির্মাণ করতে গিয়ে তারা উপজেলা পরিষদের অভ্যর্থনা ফলকটিও দখল করে ফেলেছে।

এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।