॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙামাটি সদর উপজেলার ৩নং সাপছড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
৩নং সাপছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীন চাকমার সভাপতিত্বে, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিটন বড়–য়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা ও বিপুল ত্রিপুরা।
সংক্ষিপ্ত আলোচনা সভার পর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।